যেসব অভিবাসী ব্রিটেনকে নির্মাণ করেছিলেন, সন্তানেরা তাদের ত্যাগ করছে
নাসরীন মালিক: সাম্প্রতিক রক্ষণীশল অভিবাসন নীতির পক্ষে বেসরকারী লোক হিসেবে সাজিদ জাভিদের পিতা যে ভূমিকা পালন করেছেন, তার তুলনায় খুব স্বল্প সংখ্যক লোকই তা করেছেন। প্রকৃতপক্ষে একই সাথে তিনি দু’টি কাজ করছেন। একটা হচ্ছে একথা প্রচার করা যে, টোরি অর্থাৎ রক্ষণশীলরা এখন সামাজিক সঞ্চরণশীলতার (মবিলিটি) দল। জাভিদ সিনিয়র অর্থাৎ সাজিদ জাভিদের পিতা একজন বাস চালক ছিলেন। দ্বিতীয়ত: তার কাজ হচ্ছে রক্ষনশীলদের বিরুদ্ধে বর্ণবাদ ও ইসলামোফোবিয়ার অভিযোগের তাৎক্ষনিক প্রতিবাদ। তিনি একজন মুসলিম। ষাটের দশকে তিনি পাকিস্তান থেকে যুক্তরাজ্যে চলে আসেন। এসব কিছুর পর জাভিদ সিনিয়র এখন এক চূড়ান্ত ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এখন তার নিজের সন্তান কর্তৃক অস্বীকৃত হতে চলেছেন। যে রাস্তা…
Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login