ওসমানীনগরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আবুল কালাম আজাদ, ওসমানীনগর: সিলেটের ওসমানীনগরে সড়ক দূর্ঘটনায় শিশুসহ অজ্ঞাতনামা তিনজন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে থানার ঢাকা সিলেট মহাসড়কের চকের বাজার মাদ্রাসার দক্ষিণে দু”টি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটে। আহতদের সিলেট ওসমানী হাসপাতালসহ স্থানীয় হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহতরা হচ্ছে , আব্দুল মছব্বির, রফিক আলী, আবুল খায়ের , সামছুল , ফয়সল, আলী আকবর, লুটন দেব, শামিমা, শাহিনুর, দুলাল, সায়েম, আসাদ,মোশারফ,সামছুননেছা,মাহিনুর, মুস্তাফিজুর রহমান ছাড়া অনান্য আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশংকাজনক রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানাগেছে।
জানা যায়, সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কের চকের বাজার মাদ্রাসার দক্ষিণে সিলেটগামী মিতালী ঢাকা-মেট্টো-১৪-৬৪৪৮ বিপরিতগামী লকাল বাস ঢাকা মেট্টো-জ ০৪-০৮২৩ এর মধ্যে মুখোমুখি
সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলে বাসযাত্রীদের মধ্যে অজ্ঞাতনামা তিনজন নিহতসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ এবং ফায়ার ষ্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে নিহতদের লাশ উদ্ধার করে ও আহতদের সিলেট ওসমানী হাসপালসহ স্থানীয় হাসপালে প্রেরন করে। এ ঘটনায় প্রায় ১ ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে যাত্রী সাধরন চরম দূভোগের স্বীকার হন। দুপুর ১টার দিকে সিলেট ২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার এনামূল কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button