জাসদের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত
জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হলেন লোকমান আহমদ
জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ। লোকমান আহমদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি বিকেলে সিলেট জেলা পরিষদে কাউন্সিলে গঠন করা হয় জেলা ও মহানগর জাসদের নতুন কমিটি। এতে লোকমান আহমদকে সভাপতি ও কে এ কিবরিয়া চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৪৬ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া মিশফাক আহমদ মিশুকে সভাপতি ও গিয়াস আহমদকে সাধারণ সম্পাদক করে ঘোষিত হয়েছে মহানগর জাসদের নতুন কমিটি। জেলা ও মহানগর জাসদের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আগের কমিটিতেও একই পদে ছিলেন। এদিকে জেলা জাসদের সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক নির্বাচিত হয়েছেন।