৪২০ কোটি ডলার মুনাফা স্ট্যান্ডার্ড চার্টার্ডের

মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলে উচ্চ পরিচালন মুনাফার সুবাদে ২০১৯ সালে ব্রিটিশ বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের কর-পূর্ববর্তী মুনাফা বেড়ে ৪২০ কোটি ডলারে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলে ব্যাংকটির কর-পূর্ববর্তী পরিচালন মুনাফা ২৯ শতাংশ বেড়ে ৬৮ কোটি ৪০ লাখ ডলারে দাঁড়িয়েছে।

গত বছর প্রতিষ্ঠানের কর-পূর্ববর্তী মুনাফায় ৮ শতাংশ উল্লম্ফন দেখা গেছে। তবে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং চীন, ভারত ও হংকংয়ের মতো প্রধান বাজারের অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে চলতি বছর প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছে ব্যাংকটি।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের গ্রুপ চিফ এক্সিকিউটিভ বিল উইন্টারস জানান, এ মুহূর্তে ব্যাংক নিম্ন সুদহার, মন্থর বৈশ্বিক অর্থনীতি, মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধ ও হংকংয়ে গত বছর শুরু হওয়া দীর্ঘমেয়াদি গণতন্ত্রপন্থী আন্দোলেনর মুখোমুখি রয়েছে। নভেল করোনাভাইরাসের সাম্প্রতিক বিস্তারের কারণে ২০২০ সালে আমাদের মধ্যমেয়াদি আয় প্রবৃদ্ধি ৫-৭ শতাংশ লক্ষ্যমাত্রার নিচে থাকতে পারে। এদিকে কম খরচ ও ঋণ মন্দার উন্নতি মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় ব্যাংকটির মুনাফার জন্য সহায়ক হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button