৪২০ কোটি ডলার মুনাফা স্ট্যান্ডার্ড চার্টার্ডের
মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলে উচ্চ পরিচালন মুনাফার সুবাদে ২০১৯ সালে ব্রিটিশ বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের কর-পূর্ববর্তী মুনাফা বেড়ে ৪২০ কোটি ডলারে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলে ব্যাংকটির কর-পূর্ববর্তী পরিচালন মুনাফা ২৯ শতাংশ বেড়ে ৬৮ কোটি ৪০ লাখ ডলারে দাঁড়িয়েছে।
গত বছর প্রতিষ্ঠানের কর-পূর্ববর্তী মুনাফায় ৮ শতাংশ উল্লম্ফন দেখা গেছে। তবে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং চীন, ভারত ও হংকংয়ের মতো প্রধান বাজারের অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে চলতি বছর প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছে ব্যাংকটি।
স্ট্যান্ডার্ড চার্টার্ডের গ্রুপ চিফ এক্সিকিউটিভ বিল উইন্টারস জানান, এ মুহূর্তে ব্যাংক নিম্ন সুদহার, মন্থর বৈশ্বিক অর্থনীতি, মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধ ও হংকংয়ে গত বছর শুরু হওয়া দীর্ঘমেয়াদি গণতন্ত্রপন্থী আন্দোলেনর মুখোমুখি রয়েছে। নভেল করোনাভাইরাসের সাম্প্রতিক বিস্তারের কারণে ২০২০ সালে আমাদের মধ্যমেয়াদি আয় প্রবৃদ্ধি ৫-৭ শতাংশ লক্ষ্যমাত্রার নিচে থাকতে পারে। এদিকে কম খরচ ও ঋণ মন্দার উন্নতি মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় ব্যাংকটির মুনাফার জন্য সহায়ক হয়েছে।
We’ve just released our Full Year Results 2019, with our strong performance demonstrating the transformation of the Africa and Middle East franchise. Find out more here: https://t.co/fpDix3nfIO pic.twitter.com/tnMQB8Urvp
— Standard Chartered (@StanChartKE) February 28, 2020