করোনা আতঙ্ক
দিনে ৪ বার পরিষ্কার করা হচ্ছে মসজিদুল হারাম
মধ্যপ্রাচ্যেও করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। যার কারণে ওমরাহ যাত্রীদের অস্থায়ীভাবে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। তারপরও মসজিদ আল হারাম ও আল-মসজিদ আন-নববীতে থেমে নেই মুসলিমদের সমাগম। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিদিন চারবার মসজিদ দুটির প্রাঙ্গণ এবং মেঝে ধুয়ে জীবাণুমুক্ত করা হচ্ছে।
পবিত্র মসজিদের পরিষ্কারের দায়িত্বে থাকা কর্মকর্তা জাবের উইদানি জানান, মসজিদে সাড়ে ১৩ হাজার নামাজের গালিচা রয়েছে। মসজিদের মেঝে ধুয়ে পরিষ্কার করার আগে সেগুলো সব ভাঁজ করে সরিয়ে নেওয়া হয়। ক্লিনজিং ও কার্পেট বিভাগের পরিচালক জাবের উইদানি বলেন, ‘মসজিদ পরিষ্কার ও জীবাণুমুক্ত করার কাজে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মীরা অত্যন্ত উন্নত সরঞ্জাম ব্যবহার করেন। মসজিদ ধুয়ে ফেলার পর সুগন্ধি ছেটানো করা হয়।’ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কড়াকড়ি পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির সরকার। এর আগে, যেসব দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, সেসব দেশের পর্যটকদের সৌদি আরবে প্রবেশ স্থগিত করা হয়েছে।