আল্লামা তাকি উসমানির আবেগঘন স্ট্যাটাস
ভারতে সিএএ ঘিরে দিল্লিতে মুসলিম গণহত্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব মুফতি তাকি উসমানি। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে দেয়া ওই বার্তায় তিনি লেখেন– গোটা ভারতসহ বিশেষ করে দিল্লিতে মুসলমানদের বিরুদ্ধে চলছে চরম বর্বরতা। চলমান এ বর্বরতা মোদি সরকারের ঘৃণ্য চেহারাই দেখিয়ে দিচ্ছে। ‘এ পরিস্থিতিতে বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবে, এটি তাদের জন্য বড় একটি পরীক্ষা। নাকি বৈশ্বিক নীতিমালার অনুসরণ শুধু আমাদের (মুসলিমদের) জন্যই? আমরা কি শুধু মৌখিক প্রতিবাদ করেই ক্ষান্ত থাকব?’
প্রসঙ্গত দিল্লিতে ২৩ ফেব্রুয়ারি শুরু হওয়া হিন্দুত্ববাদী তাণ্ডবে নিহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। ২৬ ফেব্রুয়ারি (বুধবার) নিহতের সংখ্যা ছিল ২৭, বৃহস্পতিবার ৩৮-এ পৌঁছায়। আজ রোববার এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৪-এ। হাসপাতাল সূত্র জানায়, ২১ জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ আহতদের মধ্যে অনেকে এখনও ঝুঁকিমুক্ত নন। দৃষ্টিশক্তিও পুরোপুরি হারিয়ে ফেলেছেন অনেকে।
هندوستان خصوصًا دهلى ميں مسلمانوں کے خلاف درندگی کا مظاهره مودى كى حكومت كا گھناؤنا چہرہ دکھا رہا ہے انسانی حقوق کے علمبرداروں کا یہ امتحان ہے کہ وہ اس موقع پر کیا قدم اٹھاتے ہیں کیا عالمی پابندیاں صرف ہمارے لئے رہ گئی ہیں نیز کیا ہم صرف زبانی مذمت پر اکتفا کرتے رہینگے
— Muhammad Taqi Usmani (@muftitaqiusmani) February 26, 2020