উমরা ভিসার ফি ও সার্ভিস চার্জ ফেরত দেবে সৌদি আরব
প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়ে সৌদি আরবে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞার কারণে উমরা যাত্রীদের ভিসা এবং অন্যান্য সার্ভিস ফি ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির হজ ও উমরা মন্ত্রণালয়। আজ রোববার (১ মার্চ) বিকেলে এ ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উমরা ভিসা প্রবেশ স্থগিতের সিদ্ধান্তের পর এই ঘোষণা দেওয়া হলো।
ঘোষণায় বলা হয়েছে, ভিসা স্থগিত হওয়া যাত্রীদের উমরা ফি এবং অন্যান্য বিষয়ে নেওয়া সার্ভিস চার্জসমূহ ফেরত দেবে। এ লক্ষে স্থানীয় এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। অনলাইনেও এ সংক্রান্ত আবেদন করা যাবে। প্রয়োজনে 00966-920002814 এই নম্বর কিংবা ই-মেইলে mohcc@haj.gov.sa যোগাযোগ করা যাবে।
এদিকে সৌদি কর্মকর্তারা আবারও জোর দিয়ে বলেছেন, এ নিষেধাজ্ঞা অস্থায়ী। এটা সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা। যা উমরা যাত্রীদের নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে। সৌদি আরব কর্তৃপক্ষ গভীরভাবে এটা অনুভব করছে। তাই এই অস্থায়ী সিদ্ধান্ত নিয়ে নিয়মিত পর্যালোচনা করা হবে।
ঘোষণায় বলা হয়, সৌদি সরকার উমরা ও পর্যটন ভিসায় সৌদি আরবগামীদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। এ কারণে উমরা ও পর্যটন ভিসাধারীরা আপাতত দেশটিতে ভ্রমণ করতে পারবেন না। এসব ভিসাধারী যেসব যাত্রী বিমানের টিকিট কিনেছিলেন, তারা চাইলে টিকিটের টাকা ফেরত (রিফান্ড) নিতে পারবেন অথবা নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার পর সিট খালি থাকলে সেসব ফ্লাইটে আবার আসন বরাদ্দ দেওয়া হবে।
BREAKING: The Ministry of Haj and Umrah approves the proper electronic mechanism, to retrieve fees of visas and services via the Umrah agents in the pilgrims’ countries.
Saudi Arabia will fulfil their rights and refund the visa fees. Please check with your local travel agents. pic.twitter.com/0M0AEEKy3d
— Haramain Sharifain (@hsharifain) March 1, 2020
Ministry of Haj and Umrah @HajMinistry is to refund Umrah fees and service charges of pilgrims, whose travel was affected following #SaudiArabia’s temporary suspension of their entry over #Coronavirus fears. https://t.co/bkcDYVJaJ1
— Saudi Gazette (@Saudi_Gazette) March 1, 2020