নেক্সাস ৫-এ নতুন অ্যান্ড্রয়েড

Nexusপরবর্তী অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত (ওএস) নেক্সাস ৫ আসছে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ৪.৪ কিটক্যাট দিয়ে। গুগলের নেক্সাস স্মার্টফোনটি চলতি মাসের শেষ নাগাদ বাজারে আসতে পারে বলে জানা গেছে। এবারের এ স্মার্টফোনের কোড নাম হচ্ছে হ্যামারহেড। এতে থাকছে কায়ালকমের স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর, ৪.৯৬ ইঞ্চি পর্দা, দুই গিগাবাইট র‌্যাম, ১৯২০ x ১০৮০ পিক্সেলের এইচডি পর্দা ইত্যাদি। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান এলজি নতুন এ স্মার্টফোনটি বাজারে আনতে পারে।
অ্যাপলের সর্বশেষ বাজারে আসা আইফোন ৫এসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই বিশেষ কিছু নতুন সুবিধা যুক্ত হচ্ছে নেক্সাস ৫-এ। ৮ এবং ১৬ গিগাবাইট সাইজের স্মার্টফোনটিতে ক্যামেরার ক্ষেত্রে অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন (ওআইএস) প্রযুক্তি থাকবে। —সিনেট অবলম্বনে কাজী আলম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button