উগ্র ডানপন্থী দলের নেতা টমি রবিনসন গ্রেফতার
উগ্র ডানপন্থী টমি রবিনসনকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। ‘সেন্টার পার্কস্’ নামক হলিডে পার্কে এক আক্রমনের ঘটনায় জড়িত থাকার অপরাধে গত রোববার তাকে গ্রেফতার করা হয়। অভিযোগ রয়েছে, ৩৭ বছর বয়সী ইংলিশ ডিফেন্স লীগ ফাউন্ডার উগ্র ডানপন্থী টমি রবিনসন বেডফোর্ডশয়ারে অবস্থিত উক্ত রিসোর্টের সুইমিং পুলে অপর একজন অতিথির সাথে মারামারিতে লিপ্ত হন। ঐ দিন দুপুর ১টা ১০ মিনিটে একটি তর্কাতর্কির ঘটনার ব্যাপারে উবার্ন ফরেস্ট-এর হলিডে ক্যাম্প থেকে বেডফোর্ডশায়ার পুলিশের কর্মকর্তাদের ফোন করা হয়। উক্ত ঘটনায় জনৈক পুরুষ তার মুখমন্ডলে আঘাত পান।
সেন্টার পার্কস-এর জনৈক মুখপাত্র বলেন: আমি নিশ্চিত করছি, যে উবার্ন ফরেস্টের সেন্টার পার্কসে রোববার দুপুরে একটি ঘটনা সংঘটিত হয়, যেখানে পুলিশ উপস্থিত হয়। বেডফোর্ডশয়ার পুলিশের জনৈক মুখপাত্র বলেন: ঐদিন দুপুর ১টা ১০ মিনিটে (১লা মার্চ) আমাদের ফোন করে উবার্ন সেন্টার পার্কসে দু’জন পুরুষের মধ্যে তর্কাতর্কির খবর জানানো হয়। তিনি আরো বলেন: একজন লোক তার মুখমন্ডলে আঘাত পেয়েছিলো এবং ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা নিয়েছিলো। বেডফোর্ডের একজন ৩৭ বছর বয়সী লোককে সাধারণ হামলার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে এবং ২এপ্রিল পর্যন্ত জামিন দেয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত অনুষ্ঠিত হচ্ছে।