ওমরাহ পালন পুরোপুরি বন্ধ করে দিল সৌদি আরব
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস রোধে সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসকারীদের জন্য ওমরাহ হজ পালন বন্ধ করে দিয়েছে সৌদি সরকার। দেশটিতে ইতিমধ্যে ৭০ জনকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। সীমান্ত ঘিরে বিধিনিষেধও আরোপ করা হয়েছে।
সৌদি আরবের সংবাদমাধ্যম এসপিএ এর বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘মিডলইস্ট আই’ আজ বুধবার (০৪ মার্চ) এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওমরাহ পালনের জন্য কেউ মক্কা বা মদিনা শহরে প্রবেশ করতে পারবেন না। তবে প্রতিদিনই পরিস্থিতি পর্যালোচনা করা হবে বলে জানানো হয়েছে। এর আগে যেসব দেশে করোনা শনাক্ত হয়েছে সেসব দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণ বা ওমরাহ পালনের জন্য সৌদিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি। সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, করোনা ভাইরাস রোধে দেশটিতে ২৫টি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।
#BREAKING: Saudi Arabia suspends Umrah pilgrimage and visits to the Madinah Mosque for residents and nationals https://t.co/pO1XHX68F3 pic.twitter.com/luDwGOhC4a
— Arab News (@arabnews) March 4, 2020