খুলে দেয়া হয়েছে কাবার ‘মাতাফ’
পবিত্র কাবা ঘরের মূল তাওয়াফের স্থানে (মাতাফ) বন্ধ করে দেয়ার পর আবারো তা খুলে দেয়া হয়েছে। বিশেষ এন্টিভাইরাস পরিচ্ছন্নতা অভিযান চালানোর পর তা মুসল্লিদের জন্য খুলে দেয়া হলো। তবে ওমরাহকারীদের জন্য এখনো নিষেধাজ্ঞা বিদ্যমান রয়েছে। শনিবার সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।
গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববী বিষয়ক কর্তৃপক্ষের সাধারণ সভাপতি শেখ ড. আবদুর রাহমান বিন আবদুল আজিজ আল সুদাইস পূর্ব সতর্কতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন। একই সাথে তিনি গ্র্যান্ড মসজিদে যাওয়া সব পরিদর্শনকারীকে সহযোগিতা করার জন্য সব কর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন।
সৌদি আরবের সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আপাতত, কাবার মাতাফ এলাকা এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত বন্ধ রাখা হবে। ওমরাহ পালনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার আগ পর্যন্ত এই অবস্থা বহাল থাকবে। করোনাভাইরাস যাতে না ছড়াতে পারে তার জন্য পূর্ব সতর্কতার অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে খবরে বলা হয়।
গত বৃহস্পতিবার কাবার মূল চত্বরে তাওয়াফ বন্ধ করে দেয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে লোকশূন্য কাবা এলাকার বিভিন্ন ছবি প্রকাশিত হয়। অনেকে তাদের জীবদ্দশায় তাওয়াফশূন্য এমন কাবার ছবি না দেখার কথাও জানান।
উল্লেখ্য, সৌদি আরব গত ২৭ ফেব্রুয়ারি ওমরাহ ও ভিজিট ভিসায় সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করার পর গত বুধবার মক্কার বাইরের লোকদেরও ওমরাহ পালন ও মসজিদে নববীতে গমণ নিষিদ্ধ করে। পরদিনই হঠাৎ করে পবিত্র কাবার তাওয়াফ, সাফা মারওয়ায় সায়ি বন্ধ করে দেয়।
#SaudiArabia’s Mataf – area of circulation around #Makkah’s Kaaba – reopened for non-Umrah worshippers on Saturday, the Saudi Press Agency reported https://t.co/JzFH3pAhJR
— Arab News (@arabnews) March 7, 2020