করোনাভাইরাসের প্রাদুর্ভাব
৩০ লাখ স্বেচ্ছাসেবকের বিশাল সেনাবাহিনী প্রস্তুত করছে যুক্তরাজ্য
করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ৩০ লাখ স্বেচ্ছাসেবকের বিশাল এক সেনাবাহিনী প্রস্তুত করছে যুক্তরাজ্য। দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগের (এনএইচএস) তত্ত্বাবধানে তাদেরকে মাঠে নামানো হবে শিগগিরই। এজন্য আগ্রহী নাগরিকদেরকে আহবান জানানো হয়েছে। হাসপাতাল, নার্সিং হোম এবং কমিউনিটি সেন্টারে কয়েকঘন্টা করে সময় ব্যয় করার জন্য আহবান জানানো হয়েছে তাদেরকে। চাকরিজীবিদেরকেও একমাসের জন্য তাদের অফিস বাদ দিয়ে সময় দেওয়ার আহবান জানানো হয়েছে। এবং স্বেচ্ছাসেবামূলক কাজ শেষে সরকার তাদের চাকরির ফিরিয়ে দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন। এ লক্ষ্যে সরকার একটি নতুন আইনও তৈরি করছেন। যাতে কোনো প্রতিষ্ঠান অফিস বাদ দিয়ে কর্মীরা স্বেচ্ছাসেবামূলক কাজে আসলে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে না পারে।
যুক্তরাজ্যে সর্বশেষ ২৭৩ জনের দেহে করোনাভাইরাস ধরা প পড়েছে। এরপরই যুক্তরাজ্য সরকার দেশে করোনার মহামারি শুরু হয়েছে বলে ঘোষণা দিয়েছে। পুরো ইউরোপজুড়ে ইতোমধ্যেই মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। ইতালিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ১ কোটি ৬০ লাখ মানুষকে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে (পৃথকীকরণ) রাখার পরিস্থিতি তৈরী হয়েছে। করোনাভাইরাসে ইতালিতে মৃত্যুর সংখ্যা ২৩০ পেরিয়ে গেছে।