করোনা: বাংলাদেশ ভ্রমণে ব্রিটেনের সতর্কতা
করোনা ভাইরাস সংক্রমণের খবরে বাংলাদেশে ভ্রমণ সতর্কতা দিয়েছে বৃটিশ সরকার। বলা হয়েছে, চীনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কিন্তু বাংলাদেশসহ আরো অনেক দেশে এই ভাইরাস সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। করোনার বিরুদ্ধে বাংলাদেশ সরকার নতুন পদক্ষেপ নিয়েছে। প্রতি বছর প্রায় দেড় লাখ বৃটিশ বাংলাদেশ সফর করেন। তাদের বেশির ভাগই সমস্যামুক্ত অবস্থায় সফর শেষ করেন। করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে নিজ দেশের নাগরিকদের সতর্ক করতে এসব কথা বলেছে বৃটিশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। নিয়মিত ভ্রমণ সতর্কতায় আরো বলা হয়েছে, বাংলাদেশে ডেঙ্গুজ্বরের মতো মশাবাহিত রোগ সারা বছরই প্রায় লেগে থাকে। ঢাকা সহ বাংলাদেশে এর আগে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা। এ ছাড়া জিকা ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে আছে বলে বাংলাদেশকে ক্লাসিফায়েড করেছে বৃটিশ স্বাস্থ্য কর্তৃপক্ষ।