করোনাকে বিশ্ব মহামারি ঘোষণা
চীনের উহান শহর ছাড়িয়ে করোনা ভাইরাস এখন বিশ্বব্যাপি ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে বিশ্বের ১১৯ টির বেশি দেশে ছড়িয়েছে এই ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণ আরও কতটা ব্যাপকভাবে ছড়াতে পারে এবং কত মানুষ এতে আক্রান্ত হতে পারে তা নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা। এমন সময় করোনা ভাইরাসকে মহামারী বলে ঘোষণা করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজ বুধবার (১১মার্চ) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম করোনা ভাইরাসকে বিশ্বের সৃষ্ট প্রথম মহামারী হিসেবে ঘোষণা করেন।
প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ২১৭ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ হাজার ৩০০ জন। অপরদিকে করোনায় আক্রান্ত ৬৬ হাজার ৫৬৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিশ্বের ১১৯টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়েছে। শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৭৭৮ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ১৫৪ জনের। চীনের পর করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৩১ জনের।
.@WHO is deeply concerned by the alarming levels of the #coronavirus spread, severity & inaction, & expects to see the number of cases, deaths & affected countries climb even higher. Therefore, we made the assessment that #COVID19 can be characterized as a pandemic. https://t.co/97XSmyigME pic.twitter.com/gSqFm947D8
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) March 11, 2020