করোনাভাইরাস
আন্তর্জাতিক সকল ফ্লাইট বাতিল করছে সৌদি আরব
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ কমিয়ে আনতে আগামীকাল রোববার থেকে দু’সপ্তাহের জন্য সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ শনিবার এমনটি জানানো হয়েছে। শুক্রবার সৌদি আরবে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৬২ জন। এ নিয়ে দেশটি করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৮৬ জনে দাঁড়িয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, রোববার সকাল ১১টা থেকে এই বাতিল আদেশ কার্যকর হবে। তবে বিশেষ কারণে এই দু’সপ্তাহ কিছু কিছু ফ্লাইট চলাচল করবে। এই সপ্তাহের শুরুতে ইউরোপিয় ইউনিয়ন এবং বিশ্বের ১২টি দেশের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করে সৌদি আরব।
Precautionary Health Measures |
– @MOISaudiArabia: The Kingdom’s government decided to suspend international flights for two weeks [Starting from Sunday March 15th] as part of its efforts to prevent the spread of #CoronaVirus
— Foreign Ministry 🇸🇦 (@KSAmofaEN) March 14, 2020