২ দিনে ৫০ শতাংশ মূল্য পতন, টালমাটাল বিটকয়েনের বাজার
এত বড় ধস বিটকয়েন এর আগে কখনো দেখেনি। বৃহস্পতিবার ডিজিটাল কারেন্সি হিসেবে পরিচিত বিটকয়েনের মূল্যপতন ঘটে প্রথমে ৩২ শতাংশ এরপর আরো ১২ শতাংশ। দুদিনে ৫০ শতাংশ মূল্য পতনের পর বিটকয়েনের মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৯১৫ ডলার। অথচ করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আগে বিটকয়েনের মূল্য ১০ হাজার ডলার ছাড়িয়ে যায়। ২০১৭ সালের আগস্টের পর ব্লুমবার্গ গ্যালাক্সি ক্রিপ্টোইনডেক্স অনুসারে বিটকয়েনের এটিই সর্বোচ্চ দরপতন যা ৫ হাজার ডলারের নিচে মূল্য হ্রাস পেয়েছে।
ডিজিটাল এ্যাসেট ব্রোকারেজ এন্ড এক্সচেঞ্জ অপারেটর ওএসএল’এর প্রধান নির্বাহী ওয়েনি ট্রেঞ্চ বলেন পরিস্থিতি এমন যে স্বর্ণ কিংবা বিটকয়েনের ওপরও অনেকে আস্থা রাখবেন কি না তাতে তারতম্যের সৃষ্টি হয়েছে।
এশিয়ার বাজার পর্যবেক্ষক সংস্থা এক্সিকরপ’এর প্রধান স্টিফেন ইননেস বলেন বিটকয়েন না নগদ চান আমাকে এ প্রশ্ন করলে আমি বলব অবশ্যই নগদ চাই। বিটকয়েন লেনদেন করে এমন প্রতিষ্ঠান ডেভার্সিফাই’এর প্রধান আর্থিক কর্মকর্তা রস মিডিলটন বলেন অন্যান্য সম্পদে বিনিয়োগ করতে বিনিয়োগকারিরা বিটকয়েন থেকে মূলধন সরিয়ে নিচ্ছেন।