করোনাভাইরাস, রাজপ্রাসাদ ছাড়লেন রানি এলিজাবেথ

করোনা আতঙ্কে থরিহরিকম্প ব্রিটেনে। করোনাভাইরাসের থাবা এড়াতে বাকিংহাম প্যালেন (রাজপ্রাসাদ) থেকে সরিয়ে ফেলা হল রানি এলিজাবেথকে। তিনি ও রাজা ফিলিপ আপাতত উইন্ডসর ক্যাসেলে থাকবেন। সেখানে তাদের কোয়ারেন্টাইন করে রাখা হবে।
রাজ পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রানি ও রাজা সুস্থই আছেন। লন্ডনে প্রচুর পর্যটক আসেন। বাকিংহামেও আসেন অনেকে। সম্প্রতি রানি অনেকের সঙ্গে দেখা করেছেন। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজা ও রানিকে সরিয়ে নিয়ে যাওয়া হল। উইন্ডসর ক্যাসেল বাকিংহাম থেকে প্রায় ২৫ মাইল দূরে অবস্থিত। সেখানে মানুষজনের আনাগোনা অনেকটাই কম।
ব্রিটেনের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানক জানান, দেশের হাসপাতালগুলো প্রস্তুত নয়। সবমিলিয়ে মোট ৫০০০ ভেন্টিলেটার মেশিন আছে। কিন্তু তা যথেষ্ট নয়। আরও অনেক বেশি মেশিনের প্রয়োজন রয়েছে। তাই ৭০ বছরের উপরের যাদের বয়স তাঁদের আগামী চার মাস বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।
এখনও পর্যন্ত বিশ্বের মোট ১৬০টির বেশি দেশে ছড়িয়েছে করোনাভাইরাস। আক্রান্ত হয়েছেন দেড় লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ছয় হাজার জনেরও বেশি। চিনের ইউহান শহরের পর করোনাভাইরাসের করাল গ্রাসে ইউরোপের বিভিন্ন দেশ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button