যুক্তরাজ্যের নাগরিকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না
করোনাভাইরাস: বন্ধ হচ্ছে ইইউ সীমান্ত
নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে ৩০ দিনের জন্য বহিরাগত ভ্রমণকারীদের জন্য সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউয়ের ২৬টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি আইসল্যান্ড, লিচেনস্টাইন, নরওয়ে ও সুইজারল্যান্ডও এই সিদ্ধান্ত অনুসরণ করবে বলে ধারণা করা হচ্ছে। তবে যুক্তরাজ্যের নাগরিকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। করোনাভাইরাস সংক্রমণে ইতালি, স্পেন এবং ফ্রান্সে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হলো।
ইইউ দেশগুলোর অন্তর্ভুক্ত নয় এমন সব দেশের নাগরিকরা এই ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। তারা ওই ৩০ দিন ইইউ ব্লকের দেশগুলোতে প্রবেশ করতে পারবেন না। তবে ইইউভুক্ত দেশগুলোতে দীর্ঘদিন ধরে বাস করা লোকজন, ইইউয়ের নাগরিকদের পরিবারের সদস্য ও কূটনীতিকরা, সীমান্ত ও স্বাস্থ্যসেবা কর্মী এবং পণ্য পরিবহনে নিয়োজিত লোকজন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে এখন পর্যন্ত প্রায় আট হাজার জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৫১৩ জন। চীনের পর ভাইরাসটি ছড়িয়ে পড়েছে ইউরোপসহ বিশ্বের ১৬৫টি দেশে।