করোনাভাইরাস
ডলারের বিপরীতে পাউন্ডের মূল্য ৩৫ বছরে সর্বনিম্নে
বিগত ৩৫ বছরের মধ্যে বৃটিশ মুদ্রা পাউন্ডের দর মার্কিন মুদ্রা ডলারের বিপরীতে সবচেয়ে নিচে নেমে এসেছে। আজ বুধবার দুপুরে এক পাউন্ডের বিপরীতে ডলারের দর ছিল ১.১৮৫২। অর্থাৎ, ১.১৯ ডলার দিয়ে এক পাউন্ড কেনা যাচ্ছে। এর আগে ডলারের বিপরীতে পাউন্ডের দর এই পর্যায়ে নেমে এসেছিল ১৯৮৫ সালে। সেসময় ডলারের দর বেড়ে গিয়েছিল, পাউন্ডের কমেনি। বিশ্বজুড়ে করোনাভাইরাস (কভিড-১৯) আতঙ্কে অর্থনীতিগুলো যখন কেঁপে উঠছে। এর মাঝেই পাউন্ডের দর কমলো।
ভাইরাসটির কারণে বিশ্বজুড়ে স্থবির হয়ে পড়ছে উৎপাদন, ব্যবসা। চাপ বাড়ছে অর্থনীতিতে। প্রতিনিয়ত শেয়ার বাজারে ধস নামছে। এর মাঝে ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রিও বেইলি পাউন্ডের পতনের কথা জানালেন। মুদ্রা নীতিমালা কমিটির পরবর্তী বৈঠকে এ ব্যাপারে আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি।