করোনাভাইরাস
শুক্রবার থেকে ব্রিটেনে সকল স্কুল বন্ধ
যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬২৬, মৃত ১০৪ জন
করোনাভাইরাসের বিস্তার রোধে যুক্তরাজ্যের সমস্ত স্কুলগুলো আগামী শুক্রবার (২০ মার্চ) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে ওয়েলস এবং স্কটল্যান্ড তাদের সকল স্কুল গুলোকে আগামী শুক্রবার থেকে বন্ধ ঘোষণা করেছিল। এদিকে মরনঘাতী করোনা ভাইরাস য্ক্তুরাজ্যেও দিনের পর দিন মহামারী আকার ধারন করছে।
এনএইচএস ইংল্যান্ডের দেয়া তথ্য মতে, যুক্তরাজ্যে আজ বুধবার নতুন করে আরও ৬৭৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সবমিলিয়ে যুক্তরাজ্যে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৬২৬ জন এবং মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ১০৪ জন। যুক্তরাজ্যে মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত ৫৬ হাজার ২২১ জনকে করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ী ফিরেছে ৬৫ জন। এদিকে আজ চব্বিশ ঘন্টার ব্যবধানে সর্বোচ্চ ৬৭৬ জন রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হলো যা এর আগের যে কোন দিনের চেয়ে সর্বোচ্চ।
WATCH LIVE: PM @BorisJohnson holds the daily #coronavirus press conference (18 March 2020) https://t.co/TuYw1Tuxgd
— UK Prime Minister (@10DowningStreet) March 18, 2020