ইতিহাসের সর্বনিম্ন সুদহার নির্ধারণ ব্যাংক অব ইংল্যান্ড’র
নভেল করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে অর্থনীতির চাকা সচল রাখতে ইতিহাসের সর্বনিম্ন সুদহার নির্ধারণ করল যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক অব ইংল্যান্ড (বিওই) গত বৃহস্পতিবার সুদহার ১৫ বেসিস পয়েন্ট কমিয়ে শূন্য দশমিক ২৫ থেকে শূন্য দশমিক ১ শতাংশ করেছে।
এর আগে গত সপ্তাহে বিওইর পক্ষ থেকে যুক্তরাজ্যের ব্যবসা ও অভ্যন্তরীণ সহায়তার জন্য সুদহার শূন্য দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ২৫ শতাংশ করার ঘোষণা দেয়া হয়। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ব্যাংকটির আর্থিক নীতিনির্ধারণী কমিটি আরো বড় পদক্ষেপ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়।
বিওইর পক্ষ থেকে জানানো হয়, ব্যাংকটি তার সরকারি ও করপোরেট বন্ডের পরিমাণ আরো বৃদ্ধি করবে। নতুন করে এ বন্ড কেনা হবে ২০ হাজার কোটি পাউন্ডের (২৩ হাজার ৫০০ কোটি ডলার)। এতে অর্থায়ন করা হবে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে। ফলে সব মিলিয়ে ব্যাংক অব ইংল্যান্ডের বন্ডের পরিমাণ গিয়ে দাঁড়াবে ৬৪ হাজার ৫০০ কোটি পাউন্ডে।
The Monetary Policy Committee at a special meeting on 19 March voted to cut Bank rate to 0.1% and increase its holdings of UK government and corporate bonds by £200 billion. https://t.co/rbpUGU0blr
— Bank of England (@bankofengland) March 19, 2020