করোনা আক্রান্তদের বাঁচা-মরার গাইডলাইন দিচ্ছে ব্রিটিশ স্বাস্থ্য সংস্থা
আইসিইউেয়র প্রয়োজন করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে কাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হবে আর কাকে মরে যেতে দেওয়া হবে তা নির্ধারণে চিকিৎসকদের নতুন গাইডলাইন দেওয়া হচ্ছে বৃটেনে। আজ শনিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারির সিদ্ধান্ত নেয় ব্রিটিশ স্বাস্থ্য সংস্থা। করোনার প্রাদুর্ভাবে আগামী সপ্তাহগুলোতে হাসপাতালে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা থেকে এমন গাইডলাইনের সিদ্ধান্ত নেওয়া হয়।
গাইডলাইনে বলা হয়েছে, আগে থেকেই যারা শ্বাসকষ্টজনিত রোগ, ক্যান্সার, হৃদরোগ এবং ডায়াবেটিস ভূগছেন তাদের চিকিৎসা নিয়ে চিকিৎসকরা সিদ্ধান্ত নিতে পারবেন। পাশাপাশি চিকিৎসার জন্য রোগীদের একটি নির্দিষ্ট বয়সসীমাও তারা বেছে নিতে পারেন। এছাড়া আইসিইউতে থাকা কোনো রোগীর চেয়ে অন্য কোনও রোগীর যদি তার চেয়ে বেশি বেঁচে থাকার সম্ভাবনা থাকে তাহলে চাইলে আগের রোগীকে সরিয়ে নতুন রোগীকে রাখতে পারবেন চিকিৎসকরা। -দ্য গার্ডিয়ান ডট কম