বন্ধ হয়ে গেছে প্রাইমার্কের সবগুলো দোকান
করোনাভাইরাসের কারণে চাহিদা হ্রাস পাওয়ায় ব্রিটেনের পোশাক কোম্পানি ও ফ্যাশন চেইন প্রাইমার্ক তাদের ১৮৯ টি স্টোর আজ রোববার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। এছাড়া প্রতিষ্টানটি ইউরোপেও সাময়িকভাবে তাদের স্টোর গুলো বন্ধ ঘোষণা করেছে। প্রাইমার্ক বস পল মার্চেন্ট বলছেন, আমরা স্পষ্টতই একটি নজিরবিহীণ ও কল্পনাতীত সময়ের মুখোমুখি হয়েছি। প্রাইমার্কের এক মুখপাত্র বলেছেন, দোকান বন্ধের ফলে ক্ষতিগ্রস্থ যে কোনও কর্মী ১৪ দিনের জন্য তাদের চুক্তিবদ্ধ সময়ের পুরো বেতন পাবেন। এদিকে একই পরিস্থিতির ফলে জন লুইস ১৫৫ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মত তাদের ৫০টি স্টোর বন্ধের ঘোষণা দিয়েছে।
With the health and welfare of our employees and customers at the front of our minds we have made the decision to close our stores in the UK, until further notice. A huge thanks to all our employees, customers, suppliers and partners for their continued support 💙 pic.twitter.com/AynpV8KiQi
— Primark (@Primark) March 22, 2020