অর্থসংকটে ইরান-সিরিয়ায় নিষেধাজ্ঞা বহাল রাখতে হিমশিম খাচ্ছে আমেরিকা
মার্কিন বাজেট সংকটের কারণে ইরান ও সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর রাখা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র জে কারনি। তিনি বলেন, বাজেট পাস নিয়ে সৃষ্ট সংকটের কারণে অর্থ মন্ত্রণালয়ের বহুসংখ্যক লোক ছাঁটাই করা হয়েছে এবং লোকবলের অভাবে এখন এসব নিষেধাজ্ঞা দেখভাল করার বিষয়টি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। জে কারনি জানান, অর্থ মন্ত্রণালয়ের বিদেশী সম্পদ নিয়ন্ত্রণ বিভাগের ১৭৫ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে মাত্র এখন চাকরিতে বহাল আছে ১১ জন। বাকি কর্মীকে ছুটি দেয়া হয়েছে। সে কারণে ওই বিভাগ তার মূল কাজ করতে পারছে না। এ নেতিবাচক অবস্থা তৈরির জন্য জে কারনি কংগ্রেসে বিরোধী রিপাবলিকান দলকে দায়ী করেন। মার্কিন বাজেট পাস নিয়ে সৃষ্ট সংকটের কারণে দেশটির বহু সরকারি সেবা খাত বন্ধ হয়ে গেছে এবং প্রায় আট লাখ সরকারি চাকরিজীবীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এ সংকটের কারণে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার পূর্বঘোষিত এশিয়া সফর বাতিল করতে বাধ্য হয়েছেন। এছাড়া, ধারণা করা হচ্ছে বাজেট সংকটের কারণে মার্কিন মিত্র দেশগুলোর মধ্যে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। ওয়াশিংটন ও সেনা সদরদপ্তর পেন্টাগনের সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে বলেও আশঙ্কা করছে মার্কিন প্রশাসন। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে এও বলছেন যে, মার্কিন সাম্রাজ্যবাদ অনেকটা ‘পতনের বেলাভূমিতে’ দাঁড়িয়ে আছে।