তিন মাসে রেমিট্যান্স কমেছে ৮১১%
চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম তিন (জুলাই-সেপ্টেম্বর) মাসে রেমিট্যান্স প্রবাহের প্রবৃদ্ধি কমেছে ৮ দশমিক ১১ শতাংশ। এর মধ্যে গত মাসেই (সেপ্টেম্বর) কমেছে প্রায় ১৩ শতাংশ। এ মাসে রেমিট্যান্স এসেছে আগের বছরের সেপ্টেম্বরের চেয়ে ১৫ কোটি ২৮ লাখ মার্কিন ডলার কম। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে এ দেশীয় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও আন্তর্জাতিক অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) পূর্বাভাস দিয়ে বলছে, রাজনৈতিক অস্থিরতায় রেমিট্যান্স প্রবাহ আরো কমতে পারে।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্স এসেছে ৩২৭ কোটি ৪০ হাজার ডলার। অথচ গত ২০১২-১৩ অর্থবছরের প্রথম তিন মাসে এসেছিল ৩৫৫ কোটি ৯১ লাখ ডলার। অর্থাৎ আগের অর্থবছরের চেয়ে চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স কমেছে ২৮ কোটি ৮৭ লাখ ডলার বা ৮ দশমিক ১১ শতাংশ। গত সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ১০২ কোটি ৬০ লাখ ডলার। আগের অর্থবছরের একই মাসে এসেছিল ১১৭ কোটি ৮৮ লাখ ডলার। অর্থাৎ গত সেপ্টেম্বরের তুলনায় এবার ১৫ কোটি ২৮ লাখ ডলার (১২ দশমিক ৯৬ শতাংশ) রেমিট্যান্স কম এসেছে।
চলতি বছরের আগস্টে রেমিটন্স এসেছে ১০০ কোটি ৫৮ লাখ ডলার। গত অর্থবছরের আগস্টে এসেছিল ১১৭ কোটি ৮৬ লাখ ডলার। এক্ষেত্রে একই সময়ে রেমিট্যান্স কমেছে প্রায় ১৭ কোটি ডলার। আর এ বছরের জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ১২৩ কোটি ৮৩ লাখ ডলার। যা গত অর্থবছরের একই মাসে এসেছিল ১২০ কেটি ১১ লাখ ডলার। এসময়েও রেমিট্যান্স কমেছে ৩ কোটি ৭২ লাখ ডলার।
বিশ্লেষকরা জানিয়েছেন, খোলা বাজারের চেয়ে ব্যাংকে ডলারের মূল্যের পার্থক্য তিন টাকার বেশি। এর পাশাপাশি দেশে রাজনৈতি অস্থিরতা, বিনিয়োগ মন্দা, বিদেশ থেকে অব্যাহত হারে শ্রমিক ফিরে আসা, হুন্ডির তৎপরতা বেড়ে যাওয়ায় ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ কমে গেছে। পরিস্থিতির উন্নতি না হলে রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ার ধারা অব্যাহত থাকবে বলেও তারা ধারণা করছেন।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড সালেহউদ্দিন আহমেদ বলেন, কয়েকটি বিশেষ কারণে রেমিট্যান্স প্রবাহ কমে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তা। আর তাই বিদেশ থেকে যারা রেমিট্যান্স পাঠান তারা রাজনৈতিক মন্থরতার কারণে ভেবেচিন্তে দেশে অর্থ পাঠাচ্ছেন। দ্বিতীয়ত কারণ হিসেবে তিনি বলেন, বিনিয়োগ চাহিদা না থাকায় ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হয়ে উঠছে। তৃতীয়ত, যে হারে শ্রমিক ফিরে আসছে সেই হারে বিদেশে যাচ্ছে না। এসব কারণে রেমিট্যান্স প্রবাহ কমে যাচ্ছে। তিনি আরও বলেন, দেশের চলমান পরিস্থিতির উন্নতি না হলে রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ার ধারা অব্যাহত থাকবে, যা অর্থনীতির জন্য মোটেও ভালো ফল বয়ে আনবে না।
সিপিডি বলছে, জনশক্তি রফতানি হ্রাস ও সরকারের শেষ সময়ে রাজনৈতিক অস্থিরতা বাড়ার কারণে রেমিট্যান্স প্রবাহ আরো কমতে পারে। এছাড়া বেআইনি চ্যানেলে টাকা পাঠানোর প্রবণতা অব্যাহত থাকায় এর ধাক্কাটা আরো বেশি জোরে লাগতে পারে।
এদিকে এডিবি তাদের সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনেও বলেছে, বাংলাদেশের রেটিম্যান্স প্রবাহে রাজনৈতিক অস্থিরতা নেতিবাচক প্রভাব ফেলতে পারে।