করোনাভাইরাসে এমঅ্যান্ডএস’র উদ্যোগ
করোনাভাইরাসে মানুষ যাতে দুর্ভোগের শিকার না হয়, সেজন্য এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে লন্ডনভিত্তিক বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান মার্কস অ্যান্ড স্পেন্সার গ্রুপ (এমঅ্যান্ডএস)। খাদ্য ও অন্যান্য পণ্য কিনতে ঝুঁকিতে থাকা মানুষ ও প্রবীণ ক্রেতাদের জন্য তারা সময় নির্ধারণ করে দিয়েছে। বলা হয়েছে, প্রতি সোমবার ও বৃহস্পতিবার এসব মানুষের জন্য বেচাকেনার প্রথম ঘন্টা সংরক্ষিত থাকবে। অর্থাৎ ওই সময়ে শুধু এসব মানুষের কাছে তারা খাদ্য ও অন্যান্য পণ্য বিক্রি করবে।