খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেয়া হয়েছে
পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার বয়স বিবেচনায় ও মানবিক কারনে ৬ মাসের জন্য জামিন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার বিকালে আইনমন্ত্রী আনিসুল হকের গুলশান অফিসে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার, বোন সেলিনা ইসলামসহ পরিবারের সদস্যরা নির্বাহী আদেশে মুক্তি আবেদন করেছিলেন। এই প্রেক্ষিতে সরকার মানবিক কারনে ফৌজধারী কার্যবিধির ৪০১ ধারায় দন্ড স্থগিত করে ৬ মাসের জন্য নিজ বাড়িতে থেকে চিকিৎসা চালিয়ে যাওয়া এবং বিদেশে না যাওয়ার শর্তে জামিন দিতে আমি মতামত দিয়েছি। মতামত ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছে দেয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি বাস্তবায়ন করবেন।