রেলওয়ের ব্যবস্থাপনা ফিরিয়ে নিল ব্রিটিশ সরকার
করোনাভাইরাস মহামারীর মধ্যেও গুরুত্বপূর্ণ কর্মীদের জন্য পরিষেবা নিশ্চিত রাখতে রেলওয়ে ব্যবস্থাপনা নিজ হাতে ফিরিয়ে নিয়েছে ব্রিটিশ সরকার। গতকাল এ পদক্ষেপ গ্রহণ করে ব্রিটেন। ব্রিটিশ পরিবহন মন্ত্রণালয় জানায়, সরকার বেসরকারি পরিচালকদের সঙ্গে স্বাক্ষরিত স্বাভাবিক ফ্র্যাঞ্চাইজি চুক্তি বাতিল করেছে এবং অন্তত ছয় মাসের সম্পূর্ণ রাজস্ব ও ব্যয় ঝুঁকির দায়িত্ব নিয়েছে।
কভিড-১৯ প্রাদুর্ভাব ঠেকাতে জনগণকে অপ্রয়োজনীয় চলাচল না করার নির্দেশ দিয়েছে সরকার। এর পরিপ্রেক্ষিতে যাত্রী সংখ্যা কমে যাওয়ায় সোমবার থেকে রেলসেবা হ্রাস করা হয়েছে। এদিকে রোববার রাতে আরো একবার সতর্ক করে সরকার জানায়, জনগণকে ছুটি বা নিজেদের বিচ্ছিন্ন রাখার প্রক্রিয়ায় অবকাশকেন্দ্র, ক্যাম্প, কারাভান পার্কে ভ্রমণ না করার জন্য বলা হচ্ছে।