রামপালে স্থিতাবস্থা চেয়ে রিট খারিজ
বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের ওপর স্থিতাবস্থা চেয়ে করা রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত ২৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের চারজন আইনজীবী রিট আবেদনটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। মনজিল মোরসেদ সাংবাদিকদের জানান, এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।