নির্বাচনে বাধা দিলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
নির্বাচন প্রতিহত করা সংবিধান লঙ্ঘনের শামিল এবং তা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার নির্বাচন প্রতিহতের ঘোষণা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি সুস্পষ্টভাবে বলেছি, যদি কেউ নির্বাচনে অংশগ্রহণ না করতে চান, এটা তার অধিকার, তিনি এটি করতে পারেন। তবে নির্বাচনে অন্য কারো অংশগহণের ব্যাপারে কোনো বাধা সৃষ্টি করলে এটি সংবিধান লঙ্ঘন। এটা দেশে যে বিদ্যমান আইনশৃঙ্খলা আছে, সেই আইনশৃঙ্খলা সূত্রের লঙ্ঘন, গণতান্ত্রিক সূত্রের লঙ্ঘন। তা প্রতিহতে আমরা সর্বাত্মক পদপে নেবো। তবে এেেত্র সেনাবাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন হবে না। রোববার দুপুরে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ইমামদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।