খাদ্য সরবরাহ ও মরদেহ উদ্ধার
করোনাভাইরাসে ফায়ার সার্ভিস সদস্যদের কাজে লাগাবে যুক্তরাজ্য
নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে খাদ্য সরবরাহ, মরদেহ উদ্ধার ও অ্যাম্বুলেন্স চালানোর কাজে ফায়ার সার্ভিস সদস্যদের কাজে লাগাবে যুক্তরাজ্য। সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে কভিড-১৯-এ এখন পর্যন্ত ১৪ হাজারের বেশী মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছে ৭৫৯ জন। পরিস্থিতি মোকাবেলায় ভার্চুয়াল লকডাউনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। পাশাপাশি জরুরি অবস্থা মোকাবেলায় এখন ফায়ার সার্ভিসের সদস্যদের ব্যবহার করতে যাচ্ছে দেশটি।
ফায়ার চিফস, ফায়ার ব্রিগেডস ইউনিয়ন (এফবিইউ) ও ফায়ার অ্যান্ড রেসকিউয়ের মধ্যে চুক্তি অনুযায়ী, ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের নিজ কাজের বাইরে এখন নতুন কাজে যুক্ত থাকবেন।
এফবিইউর মহাসচিব ম্যাট র্যাক বলেন, আমরা এখন স্বাস্থ্য সঙ্কটের মুখোমুখি রয়েছি। করোনাভাইরাসের প্রাদুর্ভাব এক মানবিক সঙ্কট তৈরি করেছে। এ অবস্থায় ফায়ার সার্ভিসের সদস্যরা নিজ নিজ কমিউনিটিকে রক্ষায় সহযোগিতা করবেন।
তিনি আরো বলেন, করোনাভাইরাসের কারণে অনেক প্রাণহানির আশঙ্কা রয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা যেহেতু অনেক ভয়াবহ ঘটনা ও পরিস্থিতি মোকাবেলা করেন, সেজন্য তারা বর্তমান অবস্থায় সহযোগিতা করতে প্রস্তুত।