করোনায় বার্মিংহামের জনপ্রিয় ফুটবল কোচ’র মৃত্যু
বার্মিংহামের জনপ্রিয় ফুটবল কোচ, রেফারি জন বোসফিল্ড করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এক সপ্তাহ ধরে কোভিড -১১ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে বৃহস্পতিবার সকালে কুইন এলিজাবেথ হাসপাতালে তিনি মারা যান। পেশাগত জীবন শেষে এই হাসপাতালে এক সময় স্বেচ্ছাসেবি নার্সের কাজ করতেন জন বোসফিল্ড। তিনি ড্রুইড হিথ অঞ্চলে বেড়ে ওঠেন। ইঞ্জিনিয়ার হয়ে তাঁর কর্মজীবনের বেশিরভাগ সময় ব্যয় করেছেন। এরপরে তিনি সহায়ক নার্সের প্রশিক্ষণ নিয়ে কুইন এলিজাবেথ হাসপাতালে স্বেচ্ছাসেবক হয়েছিলেন। তবে কয়েকবছর আগে স্ট্রোক হলে তিনি অবসর গ্রহণে বাধ্য হন। তবে শেষ পর্যন্ত তিনি ফুটবল উপভোগ করতেন। বার্মিংহাম সিটি ফুটবল ক্লাবের অনুরাগী জন ফুটবলের প্রতি ভালবাসা, রসবোধের কারণে ফুটবলপ্রেমীদের কাছে সুপরিচিত ছিলেন।