ইরাকে সন্ত্রাসী হামলায় নিহত ৭৮

Iraqইরাকের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলায় ৭৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে রাজধানী বাগদাদে শিয়া জিয়ারতকারীদের ওপর একটি হামলায়ই নিহত হয়েছেন ৫১ জন।
ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন, বাগদাদের আজামিয়া এলাকা দিয়ে হাজার হাজার শিয়া মুসলমান যখন কাজিমিয়ায় অবস্থিত ইমাম মুসা কাজেম (আ.) এর মাজার জিয়ারত করতে যাচ্ছিলেন তখন তাদের ওপর ভয়াবহ বোমা হামলা চালানো হয়। মুহূর্তেই লুটিয়ে পড়েন নারী ও শিশুসহ শত শত মানুষ।
এ ঘটনায় ৫১ জন নিহত হওয়া ছাড়াও আহত হয়েছেন ১০৭ জন। শিয়া মুসলমানদের নবম ইমাম ইমাম জাওয়াদ (আ.) এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে হতাহত ব্যক্তিরা কাজিমিয়ার মাজারের দিকে যাচ্ছিলেন।
অন্যদিকে বাগদাদ থেকে ৮০ কিলোমিটার উত্তরে বালাদ শহরের একটি ক্যাফের কাছে এক গাড়িবোমা বিস্ফোরণে ১০ জন নিহত এবং অপর ৩৫ জন আহত হন।
ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মোসুলে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আশ-শারকিয়া টেলিভিশন চ্যানেলের রিপোর্টার মোহাম্মাদ করিম আল-বাদরানি ও ক্যামরাম্যান মোহাম্মাদ ঘানেম নিহত হয়েছেন। এ ছাড়াও ইরাকের বিভিন্ন স্থানে সহিংসতায় আরো বেশ কিছু আদম সন্তানের প্রাণ গেছে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, ইরাকে গত সেপ্টেম্বর মাসেই প্রায় ১ হাজার মানুষ নিহত ও অপর ২ হাজার জনেরও বেশি আহত হয়েছে। দেশটিতে একমাসে এতো বেশি মানুষ খুব কমই নিহত হয়েছে। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, উগ্রপন্থী সন্ত্রাসীরা সেদেশের জনগণের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ শুরু করেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button