সীমিত আকারে তাওয়াফ শুরুর অনুমতি
কাবা শরীফ থেকে একটু দূরত্ব রেখে মাতাফ এলাকায় দূরবর্তী অংশে ছোট গ্রুপে তাওয়াফ করা যাবে। তাওয়াফকালে কাবার চারপাশে একটি নিরাপত্তাবেস্টনি থাকবে। কোনও দর্শনার্থীকে কাবার কাছে যেতে বা স্পর্শ করতে দেয়া হবে না।
গত ২৩ মার্চ থেকে ২৩ দিনের কারফিউ জারি হয়েছে সৌদি আরবে। এর অর্ন্তভুক্ত আছে মক্কা নগরীও। এর আগেই কাবায় সব ধরনের প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠান নিষিদ্ধ করে সৌদি সরকার। সৌদি আরবে করোনাভাইরাস রোগীর সংখ্যা ১৪৫২। মারা গেছেন ৮জন।