মহামারীর শেষ কোথায় কেউ জানে না
করোনায় মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত ১০ লাখ
এক মাসেই ৪৭ হাজারের মতো মৃত্যু দেখতে হল বিশ্ববাসীকে
মহামারী আকার ধারণ করা নভেল করোনাভাইরাস সারাবিশ্বে তিন মাসে কেড়ে নিয়েছে ৫০ হাজার মানুষের প্রাণ; আক্রান্তের সংখ্যাও ১০ লাখে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজারের মতো মৃত্যু নিয়ে আজ বৃহস্পতিবার রাত নাগাদ বিশ্বে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা ৫১ হাজার ৪৮৫ জনে পৌছেছে। গত বছরের ডিসেম্বরে শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নতুন ধরনের এই ভাইরাসে মার্চ মাসের শুরুর দিনও মৃতের সংখ্যা ছিল ৩ হাজারের মতো। তারপর এক মাসেই ৪৭ হাজারের মতো মৃত্যু দেখতে হল এই বিশ্ববাসীকে এবং এই মহামারীর শেষ কোথায়, সে বিষয়ে এখনও স্পষ্ট ধারণা দিতে পারেননি কোনো গবেষক।
চীন থেকে শুরু হওয়ার পর ইউরোপকে বিপর্যস্ত করে এখন যুক্তরাষ্ট্র হয়ে উঠেছে মহামারীর কেন্দ্রস্থল। সবচেয়ে বেশি কোভিড-১৯ রোগীর দেশটিতে বৃহস্পতিবার মৃত্যুর মিছিলে আরও পৌনে সাতশ জন যোগ হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৫ হাজার। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যাও একদিনে বেড়েছে ২০ হাজারের বেশি; দেশটিতে মোট ২ লাখ ২৬ হাজার জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে।
করোনাভাইরাসে ব্রিটেনে আজ বৃহস্পতিবার রাত পর্যন্ত আক্রান্ত ৩৩৭১৮ জন। মৃতের সংখ্যা বেড়ে ২৯২১। গত ২৪ ঘন্টায় মৃত ৫৬৯ জন।