সিলেটে প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত
সিলেটে প্রথমবারের মত একজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তিনি পেশায় একজন চিকিৎসক। করোনা ভাইরাস আক্রান্তের খবরে সিলেটের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আজ রোববার আইইডিসিআর থেকে যে ১৮ জন রোগী শনাক্তের কথা বলা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ওই চিকিৎসক। এতোদিন সিলেটে করোনা ভাইরাসের কোন রোগী শনাক্ত না হওয়ায় অনেকটা স্বস্তিতেই ছিলেন সিলেট বিভাগের মানুষ।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় অফিসের সহকারী পরিচালক ডা. আনিছুর রহমান রাতে ইত্তেফাককে জানান, আইইডিসিআর গত ২৪ ঘণ্টায় যে ১৮ জন কোভিড-১৯ রোগী শনাক্তের কথা বলেছে তার মধ্যে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক রয়েছেন। তার শরীরে করোনা ভাইরাস শনাক্তের পর তার বাসা লকডাউন করে রাখা হয়েছে।