সেজন্য বহু মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন
ব্রিটিশ এয়ারওয়েজের পাইলট এখন টেসকোর ডেলিভারি চালক
বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে হাজার হাজার এয়ারলাইনসের কর্মী তাদের চাকরি হারিয়েছেন। এয়ারলাইনসগুলোর শত শত উড়োজাহাজ এখন পড়ে আছে বিমানবন্দরগুলোর হ্যাঙ্গারে। এমনকি বন্ধ হয়ে গেছে অনেক বিমানবন্দর। ব্রিটিশ এয়ারওয়েজের এরকম এক পাইলট এখন কাজ করছেন ব্রিটেনের এক বড়ো সুপারস্টোর চেন টেসকোর ডেলিভারি চালক হিসেবে।
ব্রিটিশ এয়ারওয়েজের সাবেক পাইলট পিটার লগিন গতকাল সোমবার এ নিয়ে টুইটারে এক পোস্টে লেখেন, সেভেন-ফোর-সেভেনের চাবি আপাতত ঝুলিয়ে রেখেছি। এখন ফিরে এসেছি টেসকোর ভ্যানের ককপিটে। পিটার লগিনের টুইটার প্রোফাইলের তথ্য অনুযায়ী, তিনি মূলত একজন পাইলট। কাজ করেছেন ব্রিটিশ এয়ারওয়েজে।
এর আগে ছিলেন থমাস কুক নামের এক বড়ো পর্যটন কোম্পানিতে, যেটি কিছুদিন আগে দেউলিয়া হয়ে গেছে। পিটার যে লকডাউনের মধ্যে টেসকোর ডেলিভারি ড্রাইভারের কাজ বেছে নিয়েছেন, সেজন্য বহু মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।
@British_Airways #747 keys hung up for a while
Back in the cockpit with @Tesco#EveryLittleHelps #ToDriveToServe #StayHomeStaySafe pic.twitter.com/PE9vQPGcG6— Peter Login (@pjlogin) April 4, 2020