জমিয়ত সভাপতি আল্লামা আবদুল মোমিন ইমামবাড়ী আর নেই
উপমহাদেশের বিশিষ্ট হাদীস বিশারদ, দেশবরেণ্য আলেম, খলিফায়ে মাদানী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ি হুজুর আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে হবিগন্জের নবিগন্জস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুর সংবাদটি মরহুমের ছেলে মাওলানা ইমদাদুল্লাহ নিশ্চিত করেছেন। মৃুত্যুকালে তিনি ৫ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য ছাত্র, ভক্ত-গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে হযরতের বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মধ্যরাতে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আলেম সমাজে শোকের ছায়া নেমে আসে। উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা শায়খুল ইসলাম হজরত মাওলানা সায়্যিদ হোসাইন আহমদ মাদানি (রহ.)-এর খলিফা ছিলেন তিনি।