অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম বন্ধ বোয়িংয়ের
পরবর্তী ঘোষণার পূর্ব পর্যন্ত ওয়াশিংটন রাজ্যের কারখানায় সব ধরনের কার্যক্রম বন্ধ রাখবে বোয়িং। এক ঘোষণায় এ তথ্য জানায় যুক্তরাষ্ট্রের বৃহত্তম উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি। নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে এর আগে গত ২৩ মার্চ সাময়িক ভিত্তিতে উড়োজাহাজ নির্মাণ বন্ধ ঘোষণা করা হয়েছিল এবং চলতি সপ্তাহের শুরুতে চালু হওয়ার কথা ছিল। কখন পুনরায় চালু হবে এ বিষয়ে জানাতে অপারগতা প্রকাশ করে বোয়িং জানায়, কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা মাথায় রেখে এবং ওয়াশিংটন রাজ্যে কভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ওয়াশিংটন কারখানার ৩০ হাজার কর্মীকে এখন থেকে বেতন দেয়া বন্ধ রাখবে বোয়িং। উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি রোববার আরো জানায়, বৈশ্বিক ১ লাখ ৬০ হাজার কর্মিবাহিনীর কোম্পানিটির ১৩৫ সদস্য নভেল করোনাভাইরাস পজিটিভ চিহ্নিত হয়েছেন। শুক্রবার সিয়াটল টাইমস এক প্রতিবেদনে জানায়, ওয়াশিংটন কারখানায় করোনাভাইরাস পজিটিভ চিহ্নিত হয়েছে ৯৫ জন কর্মী। এক সপ্তাহ আগে যে সংখ্যাটি ছিল ৫৪।