প্রতিশ্রুত অর্থ পাচ্ছেন না যুক্তরাজ্যের ব্যবসায়ীরা
নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখতে সরকার প্রতিশ্রুত অর্থ পাচ্ছেন না যুক্তরাজ্যের ব্যবসায়ীরা। ব্রিটিশ চেম্বার অব কমার্স (বিসিসি) বলছে, অর্থ পেতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে রীতিমতো লড়াই করতে হচ্ছে। বিসিসির জরিপে দেখা গেছে, ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাকের করোনাভাইরাস বিজনেস ইন্টারাপশন লোন স্কিম থেকে এখন পর্যন্ত অর্থ পেতে সমর্থ হয়েছে মাত্র ১ শতাংশ কোম্পানি। ৮ শতাংশ জানিয়েছে, বহু চেষ্টা করেও তারা এ লোনের দেখা পায়নি। মূলত, এ ঋণ আবেদন প্রক্রিয়া বেশ জটিল। তাছাড়া আবেদনের পর সাড়াও মিলছে অনেক দেরিতে। অনেক ক্ষেত্রে কোনো উত্তরই দেয়া হচ্ছে না।
কিন্তু প্রতিশ্রুত এ অর্থ পেতে দেরি হওয়ার কারণে মহামারীর সময়ে ব্যবসা বাঁচিয়ে রাখতে যুক্তরাজ্যের চেষ্টা বিফল হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ব্যর্থ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে চাকরিরতদের সহায়তার ক্ষেত্রেও। বিবিসির জরিপে দেখা গেছে, এরই মধ্যে ৬ শতাংশের হাতে কোনো নগদ অর্থ নেই। ১৬ শতাংশের কাছে এক মাসেরও কম সময় চলার মতো অর্থ আছে। ৪১ শতাংশের আছে ১-৩ মাসের জন্য।