ব্রিটিশ প্রধানমন্ত্রী সুস্থ হয়ে উঠছেন, বিছানায় বসতে পারছেন

প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এমনকি হাসপাতালের বিছানায় উঠেও বসেছেন তিনি। দেশটির অর্থমন্ত্রী রিশি সুনাক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। রিশি সুনাক জানান, বরিস জনসন এখন বিছানায় উঠে বসতে পারছেন এবং তার চিকিৎসকদের সাথে কথাবার্তা বলতে পারছেন।
গত রোববার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ১০ দিন পর লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভর্তি হন ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন। এরপরই তাকে আইসিইউতে নেওয়া হয়। ৫৫ বছর বয়সী ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আইসিইউতে অক্সিজেন দিয়ে রাখা হলেও ভেন্টিলেটরে রাখা হয়নি বলে জানায় ব্রিটেনের বিভিন্ন সংবাদমাধ্যম। সংস্কৃতিমন্ত্রী অলিভার ডওডেন বলেছেন, প্রধানমন্ত্রী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। জনসন হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রধানমন্ত্রীর নিয়মিত কাজগুলো দেখভাল করছেন পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button