বরিস জনসনকে এরদোগানের চিঠি ও নাগরিকদের জন্য তুরস্কের বার্তা

ব্রিটেনে কার্গোভর্তি চিকিৎসা সামগ্রী পাঠালেন এরদোগান

করোনামহামারীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য তুরস্কের দেয়া চিকিৎসা সহায়তা একটি তুর্কি সামরিক পণ্যবাহী বিমানে করে গতকাল শুক্রবার যুক্তরাজ্যে পৌঁছেছে। তুরস্কের এই সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে প্রতিরক্ষামূলক পোশাক ও মাস্ক। চিকিৎসা সামগ্রীর পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গতকাল শুক্রবার করোনাভাইরাস মোকাবেলায় ব্রিটেনকে সহায়তার লক্ষ্যে চিকিৎসা সামগ্রী প্রেরণ প্রসঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও যুক্তরাজ্যের নাগরিকদের জন্য একটি চিঠিও পাঠিয়েছেন।

চিঠিতে প্রেসিডেন্ট এরদোগান দুই দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ভাইরাসের কারণে মৃত্যুবরণকারী ও আক্রান্ত ব্যাক্তিদের ব্যাপারে সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, ‘বন্ধুত্ব ও মিত্রতার’ প্রতি সংহতি প্রকাশ করে যুক্তরাজ্যে সামরিক কার্গো বিমান পাঠানো হয়েছে, এ সময় যুক্তরাজ্য কঠিন সময় পার করছে। এরদোগান বলেন, আমরা কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে যুক্তরাজ্যের কর্তৃপক্ষসমূহের গৃহীত পদক্ষেপসমূহের দিকে লক্ষ্য রাখছি। তিনি কর্মরত সকলের শুভ কামনা করেন বিশেষভাবে সরকারের সদস্য ও জাতীয় স্বাস্হ্য ব্যবস্হার কর্মীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
তিনি আরো বলেন, আমি আশা করি যে যুক্তরাজ্যের বন্ধু সুলভ জনগণ অত্যন্ত স্বল্প ক্ষয়ক্ষতি নিয়ে এই পরিস্হিতি কাটিয়ে ওঠবেন। যুক্তরাজ্যের নাগরিকদের জন্য তুরস্ক একটি বার্তাও দিয়েছে। সেটি হচ্ছে তুর্কি কবি রুমির একটি প্রবাদ, ‘হতাশার পরেও আছে অনেক আশা এবং অন্ধকারের পরেও আছে উজ্জ্বল সূর্য।’
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানায়, প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের নির্দেশে, তুরস্কের সশস্ত্র বাহিনীর বিমান কোভিড-১৯-এর বিরুদ্ধে যুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয় দ্বারা প্রস্তুতকৃত চিকিৎসা সহায়তা যুক্তরাজ্যে সরবরাহ করার জন্য আঙ্কারা ছেড়ে গেছে। ডেলিভারির কাজে এই প্রথম বারের মতো ন্যাটোর ‘র্যাপিড এয়ার মবিলিটি’ (আরএএম) কার্যপদ্ধতি ব্যবহৃত হলো। এরদোগান তার চিঠির শুরুতে জনগণের দ্রুত আরোগ্য কামনা করেন, যিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আরোগ্যের জন্য সংগ্রাম করছেন।

করোনাভাইরাস মহামারী মোকাবেলায় চিকিৎসা সহায়তা প্রেরণের জন্য যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডোমিনিক রাব তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুট কাভুসগ্লুর সাথে টেলিফোনে কথোপকথনে তুরস্ককে ধন্যবাদ জানিয়েছেন। রাব বলেন, ‘এই পদক্ষেপ দুই দেশের মধ্যে দৃঢ় বন্ধুত্বের ইঙ্গিত।’

গত বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে ইনটেনসিভ কেয়ার ইউনিট থেকে সাধারণ ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। এরদোগান তাকে তার পূর্ব পুরুষদের মাতৃভূমি তুরস্কে আমন্ত্রণ জানান ব্রেক্সিট পরবর্তী সময়ে এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য। এছাড়া তুরস্ক সার্বিয়া, বসনিয়া হারজেগোভিনা, মন্টিনিগ্রো, নর্থ মেসিডোনিয়া এবং কসোভোসহ ৫টি বলকান দেশে গত বুধবার চিকিৎসা সামগ্রী প্রেরণ করেন। এছাড়া তুরস্কে গত সপ্তাহে ইউরোপের সবচেয়ে বেশী ভাইরাসপীড়িত দেশ ইতালী ও স্পেনে সহায়তা প্রেরণ করে।
কূটনীতিক সূত্রের খবর অনুযায়ী, করোনাভাইরাস মহামারী মোকাবেলায় চিকিৎসা সহায়তা প্রেরণের জন্য যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডোমিনিক রাব তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুট কাভুসগ্লুর সাথে টেলিফোনে কথোপকথনে তুরস্ককে ধন্যবাদ জানিয়েছেন। রাব বলেন, ‘এই পদক্ষেপ দুই দেশের মধ্যে দৃঢ় বন্ধুত্বের ইঙ্গিত।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button