করোনাভাইরাসে ১৯ এনএইচএস কর্মীর মৃত্যু
পিপিই’র অভাবে প্রাণ হারিয়েছেন কি না সে বিষয়ে তদন্ত হচ্ছে
সারাবিশ্বে প্রতিদিন করোনাভাইরাসের অদৃশ্য যুদ্ধে প্রাণ হারাচ্ছেন অনেকেই। সাধারণ জনগনের পাশাপাশি যুক্তরাজ্যেও করোনা ভাইরাসে জাতীয় স্বাস্থ্য সেবা এনএইচএস’র ১৯ কর্মীর মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক এ তথ্য প্রকাশ করেছেন। আজ শনিবার (১১ এপ্রিল) ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে স্বাস্থ্য মন্ত্রী এটি একটি হৃদয় বিদারক গল্প বলে উল্লেখ করেন।
তবে ব্যক্তিগত সুরক্ষা উপকরন পিপিই অভাবে এ সকল এনএইচএস কর্মীরা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়ে ছিলেন কি না সে বিষয়ে নিশ্চিত নন ম্যাট হ্যানকক। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে এনএইচএস কর্মীদের এ মৃত্যু নিশ্চিতভাবেই তাদের অন্যাণ্য সহকর্মীদের উপর প্রভাব ফেলবে বলে মনে করছেণ স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক। অদৃশ্য এ যুদ্ধে প্রাণ হারানো সকল ডাক্তার ও নার্সদের পরিবারের প্রতি সরকারের পক্ষ থেকে গভীর সমবেদনা ও দু:খ প্রকাশ করেন মিস্টার হ্যানকক।
করোনা ভাইরাস যখন সারা বিশ্বে যুদ্ধ ঘোষণা করেছে তখণ এই ক্ষুদ্র ভাইরাসের সাথে যুদ্ধ করার একমাত্র সৈনিক হসপিটাল সেক্টরের সাথে জড়িত সকল কর্মীরা। তারা দিনরাত নির্ঘুম থেকে হাজার হাজার রোগীকে এ ভাইরাস থেকে মুক্ত করে তুলছেন। শুধু তাই নয়, এ ভাইরাসের সাথে লড়াই করার জন্য অবসরপ্রাপ্ত এনএই্চএস’র প্রায় ২০ হাজার কর্মী কাজে যোগ দিয়েছেন।
We want to thank and pay tribute to all those who have come to join our NHS in our national effort to fight #coronavirus. pic.twitter.com/FGU5TGYNr1
— Matt Hancock (@MattHancock) April 11, 2020