এক বছরে ১৭ বাংলাদেশীকে বিয়ে করেছেন সৌদি নারীরা
সৌদি আরবের নারীরা এখন দেশের বাইরের দিকে চোখ রাখছেন। তারা বিদেশীদের বিয়ে করছেন। সমপ্রতি এ প্রবণতা বেড়েছে। শুধু গত বছরই ৩৪ নারী বাংলাদেশী ও আফগানিস্তানের নাগরিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ। এতে বলা হয়েছে, গত বছর যে ৩৪ নারী বিদেশীদের বিয়ে করেছেন তার মধ্যে ১৭ জন বিয়ে করেছেন বাংলাদেশীকে। বাকি ১৭ জন বিয়ে করেছেন আফগানকে।
অন্যদিকে সৌদি আরবের ৫৫ পুরুষ বিয়ে করেছেন আফগান নারীকে। ২৭ জন পুরুষ বিয়ে করেছেন বাংলাদেশী নারীকে। সৌদি আরবের আইন অনুযায়ী সৌদি আরবের কোন নারীর বয়স যদি কমপক্ষে ২৫ বছর হয় তবেই তিনি কোন বিদেশী পুরুষকে বিয়ে করতে পারেন। তবে যদি বিদেশী কোন পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন প্রমাণ মেলে তাহলে ২১ বছর বয়সেও ওই কনে বিয়ে করতে পারেন। অন্যদিকে বিদেশী নারীকে বিয়ে করতে হলে পুরুষের হতে হয় কমপক্ষে ৩০ বছর বয়সী। যদি কোন বিদেশী নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ মেলে তাহলে এই বয়সসীমা কমিয়ে ২৫ বছর অনুমোদন করা যায়।