ব্রিটেনে প্রতিদিন না খেয়ে থাকছে ১৫ লাখ মানুষ
করোনা লকডাউনের কারণে দ্রতগতিতে ক্ষুধা সংকট বাড়ছে বিশ্বের অন্যতম উন্নত দেশ ব্রিটেনে। খাদ্য শেষ হয়ে গেছে বহু পরিবারের। অনাহারে থাকছে লাখ লাখ মানুষ। পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠতে পারে সতর্ক করেছে দাতব্য ও স্থানীয় সরকার-প্রশাসন। ‘ফুড ফাউন্ডেশন’ নামে একটি দাতব্য প্রতিষ্ঠানের তথ্য মতে, গত তিন মাসের লকডাউনকালে প্রায় ১৫ লাখ নাগরিক প্রতিদিন না খেয়ে থাকছে। মজুদ খাদ্য শেষ হয়ে গেছে। খাদ্য কেনার মতো টাকাও নেই তাদের হাতে। সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকেই সহায়তা পাচ্ছে না তারা।
করোনা প্রতিরোধে তিন মাস ধরে তালাবন্দি ব্রিটেন। কার্যত ঘরবন্দি দেশটির কয়েক লাখ পরিবার। এর মধ্যে ইতিমধ্যে চাকরি হারিয়েছে ১০ লক্ষাধিক মানুষ। অন্যান্য আয়ের উপায়ও বন্ধ হয়ে গেছে। চাকরিহারাদের এক তৃতীয়াংশই সরকারি বা বেসরকারি কোনো সহায়তাই পাননি। খাদ্য কেনার টাকাও না থাকায় অনাহারে কাটাতে হচ্ছে তাদের। গত মাসের শেষ দিকে দেশটিতে লকডাউন ঘোষণা করা হয়। আরও অন্তত ছয় মাস এই অবস্থা চলতে পারে বলে ইঙ্গিত দিয়েছে প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার।
1.5 million have gone a whole day without eating since lockdown began & 7.1 million have had to skip meals
Ministers must urgently put money in pockets of families who can’t afford food & support local authorities to scale up their food aid response https://t.co/SLCwaGM92A @DWP
— Caroline Lucas (@CarolineLucas) April 11, 2020