চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন তিনজন
চিকিৎসা বিজ্ঞানে ২০১৩ সালের নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের জেমস ই রথম্যান ও র্যান্ডি ডব্লিউ স্কেম্যান এবং জার্মান বংশোদ্ভূত গবেষক টমাস সি সিডফ। দেহকোষে প্রোটিন এবং অন্যান্য সামগ্রীর চলাচলের গতিপ্রকৃতি নিয়ে গবেষণায় অনবদ্য অবদানের জন্য তাদের এই পুরস্কারে ভূষিত করা হয়। স্টকহোমে নোবেল কমিটি জানিয়েছে, ‘বেসিকল ট্রাফিকে’ তাদের গবেষণার ফলে কোষের অভ্যন্তরে সঠিক সময়ে সঠিক স্থানে কোনো কিছু পরিবহণের বিষয়টা অনুধাবন করা সহজ হয়েছে। রথম্যান ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আর স্কেম্যান ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সিডফ ২০০৮ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন। চিকিৎসা শাস্ত্র দিয়ে ২০১৩ সালের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হলো। আগামী কয়েক দিনের মদ্যে পদার্থ বিজ্ঞান, রসায়নশাস্ত্র, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এবারের প্রতিটি নোবেল পুরস্কারের অর্থ মূল্য ৮০ লাখ সুইডিশ ক্রোনার। যৌথভাবে বিজয়ীরা পুরস্কারের অর্থ ভাগাভাগি করে নেবেন।