সিরিয়ায় ৩০ লাখ মানুষের জন্য মাত্র ১টি করোনা টেস্ট মেশিন
বাস্তুচ্যুত শিশুদের সচেতনতা সৃষ্টিতে পুতুল শো
সিরিয়ার ইদলিব প্রদেশের একটি হাসপাতালে কর্মরত ডাক্তার মোহাম্মাদ শাহিম মাক্কি বলেন, ইদলিবে প্রায় ৩০ লাখ মানুষ বসবাস করেন। তাদের জন্য রয়েছে একটি মাত্র করোনা টেস্ট মেশিন। ইদলিবের ‘মারাত মাসরিন’ নামক এলাকার একটি শিবিরে বাস্তুচ্যুত শিশুদের মধ্যে করোনভাইরাস সচেতনতা সৃষ্টিতে পুতুল শোর আয়োজন করা হয়। -রয়টার্স, জেরুজালেম পোস্ট, ডেইলি পাকিস্তান বিশাল এই জনগোষ্ঠীর জন্য মাত্র একটি করোনা টেস্ট মেশিন থাকার কারণে খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদেরকে।
শিশুদের পুতুল শোতে অংশ নেয় অনেক শিশু। তাদের করোনাভাইরাস সম্পর্কে ধারণা দেয়া হয় এবং কীভাবে চললে ভাইরাসটি কোনও ক্ষতি করতে পারবে না সেব্যাপারে শিক্ষা দেয়া হয়। তাদের উদ্বুদ্ধ করা হয় সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও স্যোশাল ডিস্টেন্স রক্ষা করার প্রতি।
সিরিয়ায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ৩৩ জন। এটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ জন।