লন্ডনে মাস্ক পড়া ‘বাধ্যতামূলক’
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে লন্ডনে ফেস মাস্ক পরাকে বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে। পরিবহন কিংবা জরুরি কাজে বাইরে আসা মানুষদের ফেস মাস্ক অবশ্যই পরতে হবে বলে জানানো হয়েছে।
লন্ডন মেয়র বলেন, রাজধানীতে পরিবহন কাজে কিংবা বাজারের জন্য আসা মানুষদের অবশ্যই মাস্ক পরতে হবে। লন্ডনের মেয়র সাদিক খান মুখে মাস্ক পরাকে বাধ্যতামূলক ঘোষণা করেন।
সাদিক খান বিবিসিকে বলেন, যেসব জায়গায় সামাজিক দুরত্ব মেনে চলা যায় না সে সব জায়গার জন্য মাস্ক পড়া কিংবা এমন কিছু পড়া যেটা মুখমণ্ডলকে সুরক্ষিত রাখবে।
খান আরও জানান, বিশ্বজুড়ে এমন অনেক উদাহরণ রয়েছে যে, মুখে মাস্ক পড়ে থাকলে ভাইরাসের বিস্তর রোধ করা যায়।
“If you really can’t stay at home, if you really have to use public transport and you can’t keep your social distance, then wear a non-medical facial covering.”
The Mayor of London Sadiq Khan called for masks to be worn on public transport and in shops https://t.co/7EQVCRGCBe
— CNN International (@cnni) April 17, 2020