জন্মদিনে সশস্ত্র সালাম বাতিল করলেন রানী
করোনার মহামারিতে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ তার জন্মদিনে সশস্ত্র সালাম জানাতে নিষেধ করেছেন। রাণী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিন আগামী মঙ্গলবার। প্রতিবছরই দিনটি ধুমধামে পালন করে ব্রিটিশরা। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। করোনাভাইরাস মহামারিতে গত কয়েকদিনে মৃতু্যপুরীতে পরিণত হয়েছে যুক্তরাজ্য। এর সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে সবাইকে। এ অবস্থায় জনসমাগম করা উচিত হবে না বলে নিজের জন্মদিনের অনুষ্ঠানের সব ধরনের আয়োজন বাতিলের নির্দেশনা দিয়েছেন রানি এলিজাবেথ। রানির নির্দেশনার পাশাপাশি যুক্তরাজ্য সরকারও স্থানীয় প্রশাসনকে ঐতিহ্যবাহী কার্যকলাপ বা অনুষ্ঠান পরিহারের নির্দেশ দিয়েছে। জনগণ যেন কোনোভাবে সমবেত না হয়, সেদিকে লক্ষ্য রাখতে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে তাদের। টুইট বার্তায় জানাযায়, হতে পারে রানী এলিজাবেথের ৬৮ বছরের রাজত্বকালে এটিই প্রথম অনুরোধ। শেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এক লাখ ১৪ হাজারের বেশি মানুষ। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে সাড়ে ১৫ হাজার ৪৬৪মানুষ।