ব্রিটেনকে ৮৪ টন পিপিই দিয়েছে তুরস্ক
২৫০০০০ পিস পিপিই, ১৫০০০০ পিস সার্জিক্যাল মাস্ক ও ১০০০০০ পিস প্রোটেকটিভ স্যুট
করোনাভাইরাসে বিপর্যন্ত ইউরোপের দেশ ব্রিটেনকে ২৫০০০০ পিস (৮৪ টন) ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই), ১৫০০০০ পিস সার্জিক্যাল মাস্ক ও ১০০০০০ পিস মেডিকেল প্রোটেকটিভ স্যুট দিয়েছে তুরস্ক। করোনার প্রাদুর্ভাব মোকাবিলা করতে গিয়ে ব্রিটেনের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা যখন ভয়াবহ পিপিই সঙ্কটের মুখে পড়েছেন; তখন দেশটিকে এই সহায়তা দিল তুরস্ক। ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর ঘাটতির বিষয়ে কথা বলতে গিয়ে ব্রিনের স্থানীয় সরকার মন্ত্রী রবার্ট জেনরিক বলেছেন, এই মুহূর্তে পিপিই সংগ্রহ করা খুবই কঠিন কাজ। তারপরও বিভিন্ন উৎস থেকে এসব সামগ্রী সংগ্রহ করার সর্বোচ্চ চেষ্টা চলছে। এদিকে, প্রতিদিনই ব্রিটেনে করোনা সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ব্রিটেনে সর্বশেষ রোববার রাত পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২০০৬৭ জন। মৃতের সংখ্যা বেড়েছে ১৬০৬০। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৫৯৬ জন।
Following an agreement between the UK 🇬🇧 and Turkey 🇹🇷 250,000 items of personal protective equipment including N-95 face masks, surgical masks and protective suits for the NHS arrived @RAFBrizeNorton for distribution to medical centres across the country.
#PPE | #COVID19 pic.twitter.com/Ex9ieVRW2U— Department of Health and Social Care (@DHSCgovuk) April 18, 2020